রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

এখুনি ডাউনলোড করুন বিশ্বের সেরা পিডিএফ রিডারের সর্বশেষ ভারসন

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা হলো অ্যাডোবি রিডার ১১।

পিডিএফ ফাইল পড়তে বা দেখতে আমাদের অবশ্যই অ্যাডোবি রিডার লাগবে। এর বিকল্প আছে অবশ্য। তবে আমি আজকে এর ফিচার নিয়ে আলোচনা করবো।
এটি একটি ফ্রী সফটওয়ার যা অ্যাডোবি দিয়ে থাকে। এর নতুন ভার্সনটি তাই আপনাদের কে সেয়ার করলাম।
* এই রিডারের মাধ্যমে আপনি জোরে জোরে পড়তে পারবেন যেকোন প্যাড়াগ্রাফ।
* এই রিডার একটি অতি অল্প লোডিং কারী সফটওয়ার। অন্যান্য অ্যাডোবি সফট অনেক লোডিং ন্যায়। কিন্তু এটি খুবিই দ্রুত কাজ করে।
* এই রিডারের সাহায্যে যেকোন শব্দ অতি সহজে ফাইন্ট বা খুজে বের করতে পারবেন।
* এটি একটি সফল রিডার।
* এই বিডার বাচ্চা থেকে শুরু করে সবাই ইউস করতে পারবে।
* এই রিডার এর সাহায্যে পিডিএফ ইডিট করা যাবে।
এছাড়াও অনেক ফিচার রয়েছে যা আমার জানা নেই।
ডাউনলোড
আমি এই টিউনটি একটি ইংরেজি সাইট থেকে করেছি। সাইটি হলো
Software World
আরেকটি কথা নিজে যা জানি তাই লিখেছি কারও লেখা কপি করি নাই.....

বুধবার, ৬ আগস্ট, ২০১৪

যারা কোন কাজ না জেনে, ইন্টারনেট থেকে আয় করতে চান। তাদের জন্য আয়ের নতুন পথ, চলুন একটু দেখে নেই ।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি পেইডভার্টস।এখান থেকে আপনি অতি সহজেই আয় করতে পারবেন কোন টাকা খরচ না করে। সাইটটি পিটিসি এর ক্যাটাগরিতে পরলেও অন্য সব পিটিসি সাইট থেকে সম্পুর্ন আলাদা।
ফ্রি মেম্বার হিসেবেঃ ফ্রি মেম্বার হিসেবে  অন্য পিটিসি সাইট থেকে ১$ আয় করতে আপনার ২০-৩০ দিন সময় লাগবে আর এই সাইটে আপনি প্রায় চার থেকে পাঁচ দিনেই ১$ আয় করতে পারবেন। সবচেয়ে ব্যতিক্রম ব্যাপার হচ্ছে এই সাইট আপনাকে ০.০০১-০৫$ মুল্যের এড দিবে।
ইনভেস্ট হিসেবেঃ যারা একটু ইনভেস্ট করে মেম্বার হয়ে আয় করতে চান, তাদের জন্য রয়েছে আনলিমিটেড আয়ের সুযোগ।এখানে আপনি ইচ্ছা করলে ১$ থেকে শুরু করে যত খুশি তত ইনভেস্ট করে আয় করতে পারেন ( ইনভেস্ট বলতে এই টাকা দিয়ে আপনি আপনার সাইট বা পণ্যের জন্য এড কিনবেন )। যেমনঃ আপনি যদি ১$ ইনভেস্ট করেন তাহলে সাথে সাথে ১.৫৫$ এর এড পাবেন, তার মানে ১$ ইনভেস্ট এ সাথে সাথে ০.৫৫$লাভ যত বেশি ইনভেস্ট তত বেশি আয় ( ইনভেস্ট না করলেও আয় করতে পারবেন,ইনভেস্ট করা আপনার ইচ্ছা)।
এখানে দেখুন ……
1
পেমেন্ট সিস্টেমঃ এটি my traffic-value এর একটি শাখা আর my traffic-value ৩ বছর যাবত অনলাইনে পে করে আসছে একমাত্র এই সাইটের রয়েছে সর্বোচ্চ পেমেন্ট সিস্টেম।যেমনঃ paypal,payza,egopay,STP,western union money transfer and Bankwire (অন্য কোন সাইট এতগুলো পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে না)। ১০০% পিওর ও ট্রাস্টেড এবং সকলকে পে করে থাকে।
 ফ্রি মেম্বার হিসেবে কিভাবে কাজ করবেনঃ এখানে কাজ একটু ভিন্ন ধরনের তবে সহজ। আসুন এবার দেখে নেয়া যাক Paidverts এ কাজ করার পদ্ধতি।
  • প্রথমে আপনার account এ লগিন করুন।
  • একটু নিচে নামলে দেখতে পারবেন Welcome to paidverts লেখা আছে, তার নিচের বক্সেView paid add নামের একটা অপশন আছে তাতে ক্লিক করুন (এর আগে View Activation Add এই টা তে ক্লিক করে add টা দেখে account activate করে নিতে হবে)।
নীচের চিত্র দেখুন…
3
  • এখানে দুই ধরনের add পাবেন, Paid add আর BAP( Bonus Add Point), আপনাকে এই দুই ধরনের add দেখতে হবে।
  • এখন যেকোন add এ ক্লিক করলে আপনাকে ৩ টা লাইন এর লেখা লেখতে হবে যার মধ্যে প্রথম ২ টা কপি পেস্ট করে দেয়া যাবে আর শেষের টা লিখে দিতে হবে।
  1. Paid add : এই add গুলো থেকে আপনার account এ balance add হবে মানে আপনি ইনকাম করতে পারবেন।
  2. BAP : এই add গুলো থেকে আপনার point জমা হবে, আপনার bonus point যত বেশী হবে Paid add এ তত বেশী দামের add পাবেন। তার মানে শুরুতে আপনি ১-২ সেন্ট এর Paid add পাবেন, কিন্তু আপনার bonus point বাড়ার সাথে সাথে আপনি ১-৫০ ডলার মুল্যের add পাবেন তাই নিয়মিত এই BAP গুলো দেখতে হবে ( ১$ ইনভেস্ত করলে ৩১০০ BAP আপনার একাউন্টে যোগ হবে )।
চিত্র দেখুন…
4
  • এরপর Check Captcha তে ক্লিক করবেন, Captcha সঠিকভাবে দিলে নিচে Proceed to advisers website এই লেখাটা সবুজ হয়ে যাবে।
  • তারপর Proceed to advisers website এ ক্লিক করবেন।
  • এরপর নতুন একটি Tab/window ওপেন হবে, সেখানে ৩০ সেকেন্ড অপেক্ষা করেConfirm এ ক্লিক করে Close window তে ক্লিক করলে window টা কেটে যাবে।
  • এবার আগের পেজে যেখানে ৩ টা লাইন লিখেছিলেন সেখানে দেখবেন লেখা আছে View another add , এখানে ক্লিক করে বাকি add গুলো একই নিয়মে দেখবেন।
চিত্র দেখুন…
5
মনে রাখবেন BAP(Bonus add point) যত বেশী হবে paid add er value তত বাড়বে
আশা করি বুঝতে পেরেছেন এর পরেও সমস্যা থাকলে মন্তব্য করে জানাবেন।
নতুন যারা কোন কাজ না জেনে, ইন্টারনেট এ কাজ খুছেন তারা আর দেরি না করে এখনিPaidverts এ জয়েন করেন। নয়তো বা কোন কাজ শিখেন ইন্টারনেট থেকে আয় করার জন্য। এখানে ক্লিক করে জয়েন করুন। 

মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

শিখুন কল স্পুফিং আর বন্ধুদের চমকে দিন।

টিউনটি ভারতীয় ও বাংলাদেশী উভয়ের জন্য। আমি আজ একটি অ্যানড্রয়েড অ্যাপস নিয়ে আলোচনা করবো।
আশা করি মজা পাবেন।তবে দয়া করে কারো ক্ষতি করবেন না।শুধু মাত্র মজা করার জন্য ব্যবহার করুন আর বন্ধুদের চমকে দিন।
আসল কথায় আসা যাক আপনি কি জানেন কল স্পুফিং কি জিনিস ?না জানলে জেনে নিন ।এই পদ্ধতিতে আপনি যে কারো মোবাইল নম্বর
ব্যবহার করে কল করতে পারবেন।ধরুন আপনি কল করলেন আপনার বন্ধুর গার্ল ফ্রেন্ডকে আইডি ইউজ করলেন বন্ধুর কেমন হবে তাহলে?
কল স্পুফিং করার জন্য অনেক অ্যাপস ও সাইট আছে। তবে আমি একটি অ্যানড্রয়েড অ্যাপসের কথা বলবো যার নাম Spoof Voice.
Play Store থেকে করতে পারবেন।তবে আমিও ডাউনলোড লিংক দেব।Install করুন ও নিজের মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করার পর।নিচের মত একটা পেজ দোখতে পাবেন।প্রথমটাতে যাকে কল করতে চান তার নম্বর (+88,+91 ইত্যাদি) Country Code সহ দেবেন।
দ্বিতীয়টাতে যার আইডি দেখাতে চান তবে Country Code না দিলেও হবে।এমন কি সব গুলো একই দিতে পারেন।এবার Start Calling Press করুন।আশা করি সফল হবেন।আবার ও বলছি দয়া করে কারো ক্ষতি করবেন না।

Download Now
ভালো খারাপ যাই লাগুক টিউমেন্ট করবেন, না হলে উৎসাহ হারাবো।

দারুন অফারঃ সম্পুর্ন বিনামুল্যে নিয়ে নিন প্রিমিয়াম ওয়েব হোস্টিং!

আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের পর থেকেই ভাবছিলাম নতুন কি নিয়ে পোস্ট লেখা যায়। অবশেষে গতকাল পেয়ে গেলাম টপিক। আজ তা-ই নিয়ে লিখছি।
নিজের একটি ওয়েবসাইট আমাদের সকলেরই স্বপ্ন। কিন্তু ওয়েবসাইটের জন্য ডোমেইন, হোস্টিং ইত্যাদি সবকিছুই দামী, টাকা দিয়ে কিনতে হয়। এজন্য আমরা অনেকেই ওয়েবসাইট করার জন্য এক পা এগিয়ে গিয়ে আবার দুই পা পিছিয়ে আসি। এজন্য আজ আমি আপনাদের এমন কিছু সাইট সম্পরকে বলছি, যেখান থেকে আপনি সম্পুর্ন বিনামুল্যে পেতে পারেন ডোমেইন এবং হোস্টিং। তো চলুন, শুরু করি।
ডোমেইনঃ একটি ওয়েবসাইটের জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে ডোমেইনের। ডোমেইন হচ্ছে আপনার সাইটের জন্য একটি ইউনিক আইডেন্টি। যেমনঃ গুগল এর জন্য Google.com হচ্ছে ডোমেইন। আপনি সম্পুর্ন বিনামুল্যে .tk, .ml এবং .uni.me থেকে ডোমেইন নিতে পারেন। ধরুন আমি একটি ডোমেইন নিব, ডোমেইনের টাইটেল হবে joomasti.tk, এজন্য http://www.freenom.com এ যান এবং আপনার পছন্দের ডোমেইন নিয়ে নিন। এখানে আপনি .tk, .ml, .ga এবং .ch এক্সটেনশন পাবেন। আর .com নিতে চাইলে ভিজিট করুন, http://www.codeforhost.com.
হোস্টিংঃ যদি আপনি পুর্বের অপশন থেকে ডোমেইন নিয়ে থাকেন, অথবা আপনার আগের কোন ডোমেইন থেকে থাকে, তো চলুন দেখি কিভাবে ফ্রী হোস্টিং নেওয়া যায়।
প্রথম সাইটঃ এখানে আপনি পুর্নাংগ সিপ্যানেল সহ ১জিবি হোস্টিং স্পেস পাবেন। এজন্য ভিজিট করুন http://goo.gl/f7TFHT এরপর সাইটে নিচের মত কোন অ্যাড দেখতে পাবেন। Pic-1
উক্ত অ্যাড এ ক্লিক করুন। এবার আপনার নতুন সাইটে রিডাইরেক্ট করা হবে। সেখানে সাইনআপ ফর্ম পাবেন। উক্ত সাইনআপ ফর্ম পুরন করার পর আপনার কাছ থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নেওয়া হবে এবং আপনাকে জানানো হবে যে আপনার এপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হলে আপনাকে মেইল করে ইউজারনেম এবং পাসওয়ার্ড পাঠানো হবে। যদি কোন কারনে আপনার এপ্লিকেশন অ্যাপ্রুভ না হয়, তাহলে তা-ও আপনাকে জানানো হবে। আপনি তা কারেকশন করে আবার এপ্লিকেশন করতে পারেন।
দ্বিতীয় সাইটঃ এজন্য ভিজিট করুন http://www.ihosting24.com এখানেও পুর্বের সাইটের মত সাইনআপ ফর্ম পাবেন। তা পুরন করে সাবমিট করুন। সাথে সাথেই অ্যাপ্রুভ হবে। তবে এখানে আপনি পুর্নাংগ সিপ্যানেল পাবেন না। কাস্টমাইজড সিপ্যানেল পাবেন।
তো আর দেরী কেন। এখনই শুরু করুন। এর দ্বারা উপকৃত হলে জানাবেন, আর কোন সমস্যা হলেও জানাবেন।

সম্পূর্ণ ফ্রিতে নিন গ্রামীণফোনের ১ GB 3G ইন্টারনেট

আপনাকে এখন ১GB 3G ডাটা দিবে সম্পূর্ণ ফ্রিতে।(বন্ধ সিমের জন্য)
যাদের ৯ এপ্রিলের আগে থেকে কানেকশন বন্ধ ছিল তারাই এই অফার পাবেন।
১৫ মে থেকে এই অফার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।
কীভাবে
বন্দ সিমে মাত্র ১১ টাকা রিচার্জ করতে হবে। (কম-বেশি করলে হবে না)
অফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা চেক করুন-
CHECK লিখে পাঠান ৯৯৯৯ নাম্বারে।
প্রথম ২৫০ MB পাবেন, ৩১ দিন পর ২য় দফা ২৫০ MB এবং ৬১ দিন পর ৩য় দফায় বাকী ইন্টারনেট ডাটা পাবেন।
1GB এর মেয়াদ প্রতিবার পাওয়ার পর ৭ দিন।
ব্যবহার জানতে ডায়াল করুন 500*60#
অবশিষ্ট ডাটা জানতে 500*61#
তাছাড়া ৩ মাসের জন্য সর্বোচ্চ ১০ বারের জন্য ২৫ টাকায় ৭৫ MB 3G ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
অফারটি সকল প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

Gmail ইনবক্স এ ই-মেইল পাহাড় !!!! ছোট একটা সমাধান

অনেক দিন যাবত মেইল (Gmail)চেক করা হয় না আজ হটাত দেখি আমার ইমেইল অ্যাকাউন্ট এ ২৬২৮৭১ ইমেইল জমা হয়েছে। মাথায় ত ------
ডিলিট করা শুরু করলাম প্রথম ২৫ পরে ১০০ করে
হটাত একটা idea পেলাম যার সাহায্যে অনেক তারাতারি ইমেইল গুলু ডিলিট করতে সক্ষম হয়াছি। শেয়ার করতে ইচ্চা করছে তাই শেয়ার করছি। কিভাবে করতে হবে
  • inbox  এ  জান
  • যেই এড্রেস থেকে বেশি ইমেইল আসে ওই নামটা লিখুন (facebook )
  • পরে সবগুলু select করুন ।
  • মানে সার্চ এ যে সকল ইমাইল আসবে সব সিলেক্ট করে  পরে নিছের মত করে select করুন।
select all conversation , মানে হল এই এড্রেস থেকে জত ইমাইল এসেছে সব এক সাথে মার্ক হয়ে যাবে। পরে ডিলিট করুন ৫-১০ সেকেন্ড লাগবে ।একটা নোটিফিকেশান আসবে
ALL CONVERSATION HAVE BEEN MOVE TO TRASH
কাজ শেষ
এখন trash empty kore felon এ ভাবে এক সাথে প্রয় ১০০০০+  ইমেইল ডিলিট করা যায় এর চেয়ে ভাল way  কারো জানাথাকলে please  জানাবেন

ছেলে হয়ে মেয়ের কন্ঠে কথা বলুন অথবা মেয়ে হয়ে ছেলের কন্ঠে কথা বলার সফটওয়্যার সাথে সিরিয়াল কি আছে

আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি। সোনার বাংলাদেশ যার এমন কোথাও সোনার খনি তো দুরের কথা রুপার খনিও নাই। তারপরও আমাদের যে স্বল্প সম্পদ আছে তার যদি সঠিক ব্যাবহার করতে পারি তাহলে সোনার খনি না হোক রুপার খনিতে এই দেশকে পরিনিত করতে পারব । হাই হোক কাজের কথায় আসি , বর্তমান বিশ্বে সফটওয়্যারের চাহিদা সব চেয়ে বেশি, কারন সফটওয়্যার একায় অনেক কাজ কিছু সময়ের ভিতরে করে পেলতে পারে ।
আজ আমি আপনাদের সাথে  একটি অসাধারন সফতারে নিয়ে হাজির হলাম । সফটওয়্যার টির নাম হল Voxal Voice Changer এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার নিজের বা অন্য যে কারো গলার সুর বা কন্ঠ পরিবর্তন করতে পারবেন । Fullversion software Voxal Voice Changer সাথে সিরিয়াল কাই আছে ।

এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি যা যা করতে পারবেন

১. আপনার নিজের কন্ঠ পরিবর্তন করে মেয়ের কণ্ঠে রুপান্তরিত করতে পারবেন ।
২. যে কোন গান কে আপনি নিজের ইচ্চামত কন্ঠে রুপান্তরিত করতে পারবেন।
৩. আপনার প্রিয় জনকে বোকা বানাতে পারবেন কন্ঠ পরিবর্তন করে।
৪. আপনার নিজের কন্ঠকে এলিয়েন এর কন্ঠ বানাতে পারবেন।
৫. ছেলে হয়ে মেয়ের কন্ঠে Skype এ কথা বলতে পারবেন ।
৬. মেয়ে  হয়ে ছেলের কন্ঠে Skype এ কথা বলতে পারবেন ।
৭. ৮০ বছরের অস্প্রস্ট  গান ক্লিয়ার শুনতে পারবেন
এ ছাড়া আরও অনেক কিছু করতে পারবেন । আমি আপনাদের এই সফটওয়্যার টা ফুল ভার্শন দিলাম। সাথে সিরিয়াল কি আছে তাহলে দেরি না করে এখনি ডাউনলুড করে নিন ।
Fullversion software Voxal Voice Changer

Download Now Fullversion software Voxal Voice Changer+ Serial

তাছাড়া আরও ফুল ভার্শন সফটওয়্যার জন্য দারুণ একটি সাইট ভিজিট করে দেখে আসুন 

ধংশ করেদিন শত্রুর পিসি হাতিয়ে নিন ক্রেডিট কার্ড সহ সবকিছু ।

আসসালামু আলাইকু ,
কেমন আছেন সবাই ? সবগুলা রোজা রেখেছেন তো? আশাকরি আল্লাহর তায়ালার রহমতে ভাল আছেন।
আর কথা বারাবনা নিয়ে নিন শক্তিশালি  এক হেকিং সফটওয়ার আর দংশ করেদিন শত্রুর কম্পিউটার, হাতিয়ে নিন ক্রেডিট কার্ড সহ সবকিছু।
বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন
ভিডিওর নিচে ডাউনলোড লিংক পেয়ে যাবেন।
সময়ের অভাবে স্ক্রিনসট দিতে পারিনি তাই আমি দু:খিত।

কপিরাইটের ওয়েবসাইট হ্যাক করে ভারতীয় চ্যানেল বন্ধের দাবি

কপিরাইটের ওয়েবসাইট হ্যাক করে ভারতীয় চ্যানেল বন্ধের দাবি

কপিরাইট বিভাগের দাপ্তরিক ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। নিজেদের সাইবার-৭১ নামের একটি সংগঠনের সদস্য দাবি করে হ্যাকাররা বাংলাদেশে ভারতীয় সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে।
আজ সোমবার রাত সাড়ে আটটায় http://copyrightoffice.gov.bd/ ওয়েব ঠিকানায় ঢুকে দেখা গেছে, কালো রঙের ওপর বাংলাদেশের মানচিত্রে ভারতীয় বিভিন্ন চ্যানেলের লোগো সংযুক্ত করা হয়েছে। ওই পেজে লেখা হয়েছে, ‘ভারতীয় সকল চ্যানেল এর বাংলাদেশে সম্প্রচার যাতে চিরস্থায়ী বন্ধ করে দেওয়া হয়, এই ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে যাতে কোনো ভারতীয় চ্যানেলকে বাংলাদেশে সম্প্রচারের জন্য কপিরাইট অনুমতি না দেওয়া হয়।’
সংগঠনটি ওই ওয়েবসাইটে লিখেছে, ‘যখন দেখি ভারতীয় মিডিয়ার কল্যাণে পরিচিতি পাওয়া পাখি ড্রেস না পেয়ে স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে দেয় এবং অবুঝ মেয়েরা আত্মহনন করে, তখন নিজেকে স্বাধীন বাঙালি হিসেবে পরিচয় দিতেও লজ্জা করে। এর দায়ভার শুধু ভারতীয় চ্যানেল এর নয়, বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় এর কপিরাইট বিভাগও সমানভাবে অপরাধী। ভারতীয় সংস্কৃতির কালো থাবা থেকে আমাদের দেশকে মুক্ত করার এখনি সময়। সমগ্র বাংলাদেশ এর জাগ্রত সমাজের আজ এই একই কণ্ঠস্বর। আমরা দালাল নই যে ভারতীয় কালো সংস্কৃতির অন্যায় অগ্রসর মেনে নেবো, আমরা দামাল। যতোদিন এই বাংলার মাটিতে নিঃশ্বাস নিতে পারবো ততোদিনই প্রতিবাদ করে যাবো।’

সূত্রঃ প্রথম আলো
পুনশ্চঃ প্রথম আলো বা পত্র পত্রিকায় খবরটি প্রকাশ হওয়ার আগেই আমি জানি। সো জাস্ট শেয়ার করলাম।

শুক্রবার, ১ আগস্ট, ২০১৪

২০১৪ সালের নতুন কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার সাথে সিরিয়াল আছে

আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর
থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের
সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।
সোনার বাংলাদেশ যার এমন কোথাও
সোনার খনি তো দুরের কথা রুপার খনিও নাই। তারপরও আমাদের যে স্বল্প সম্পদ
আছে তার যদি সঠিক ব্যাবহার করতে পারি তাহলে সোনার খনি না হোক রুপার খনিতে
এই দেশকে পরিনিত করতে পারব । হাই হোক কাজের কথায় আসি , বর্তমান বিশ্বে
সফটওয়্যারের চাহিদা সব চেয়ে বেশি, কারন সফটওয়্যার একায় অনেক কাজ কিছু সময়ের
ভিতরে করে পেলতে পারে । আজ আমি আপনাদের সাথে নতুন কিছু গুরুতপূর্ণ সফটওয়্যার শেয়ার করলাম । আশা করি সবার ভাল লাগবে । সব গুলু সফটওয়্যার ফুল ভার্শন । তাই দেরি না করে এখনি ডাউনলুড করে নিন এবং উপভোগ করুন ফুল ভার্শন সফটওয়্যার ।
AVG Internet Security 2014 Full Serial Key
AVG Internet Security 2014 Full Serial Key
CCleaner 4.16.4763 Full + All Edition CK 2014
Proxifier 3.21 Full key+Reg key 2014
Download Connectify 7.3 Pro (2014) Full
Download Connectify 7.3 Pro (2014) Full
Nitro 9.5 Pro Full Version CK 2014

তাছাড়া আরও ফুল ভার্শন সফটওয়্যার জন্য দারুণ একটি সাইট ভিজিট করে দেখে আসুন 

একটা ডোমেইন কিনবেন ভাবছেন ? দেখেন

এই সারসংক্ষেপটি পাওয়া যাবে না। পোস্ট দেখার জন্য এখানে ক্লিক করুন

ব্যাবহৃত পুরনো মোবাইলের সব দাগ তুলে ফেলুন এক নিমিশে দারুণ ম্যাজিকে

 ব্যাবহৃত পুরনো মোবাইলের সব দাগ তুলে ফেলুন এক নিমিশে দারুণ ম্যাজিকে

আসসালামু আলাইকুমকেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেনআমিও আল্লাহর রহমতে ভালই আছিআবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে এবার আসুন শুরু করি…
আপনার শখের মোবাইল ফোনটিতে ছোটখাটো আঁচড় লেগে গেলে মন নিশ্চয়ই খারাপ হয়। আঁচড় বা দাগ সারাতে আপনি কিন্তু নিজেই হয়ে যেতে পারেন মেকানিক। কোনো কিছুর ঘষা লেগে কিংবা হাত থেকে পড়ে মোবাইল ফোনে যে দাগ বা আঁচড় পড়ে, তা সারানোর উপকরণ আপনার হাতের কাছেই পাবেন। হাতের কাছের সহজলভ্য এই উপকরণ ব্যবহার করে মোবাইলের আঁচড় দূর করার সহজ কিছু পরামর্শ দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। সহজ পাঁচটি উপায় নিয়েই এই প্রতিবেদন।

কীভাবে মোবাইল ফোনের আঁচড় দূর করবেন?

মোবাইল ফোনের ছোটখাটো আঁচড় দূর করার প্রস্তুতি হিসেবে আপনাকে প্রথমে মোবাইল ফোনটি বন্ধ করে ফেলতে হবে এবং ব্যাটারি খুলে রাখতে হবে। মোবাইল ফোনের ভেতরে যাতে তরল পদার্থ না ঢুকতে পারে সেজন্য হেডফোন, চার্জার ও অন্যান্য পোর্টগুলো টেপ ব্যবহার করে সিল করে নিতে হবে।

আঁচড় ঢাকতে টুথপেস্ট

একটি কটনবাড অথবা এক টুকরো নরম সুতি কাপড়ে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে আঁচড় পড়া স্থানে আলতোভাবে ঘষতে পারেন। এতে দাগ উঠে যাবে। দাগ উঠে গেলে আরেকটি ভেজা কাপড় দিয়ে বাড়তি টুথপেস্ট মুছে ফেলতে হবে। তবে জেলজাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না।

দাগ মুছতে সিরিশ কাগজ

হাত থেকে পড়ে গেলে যে দাগ পড়ে বা চোখা হয়ে যায়, তা দূর করতে এবং আঁচড়গুলো মসৃণ করতে সিরিশ কাগজ ব্যবহার করা যেতে পারে । তবে যতটা সম্ভব মসৃণ সিরিশ কাগজ ব্যবহার করা উচিত। খুব সাবধানে অনুসরণ করতে হবে পদ্ধতিটি, অন্যথায় তা আরও বেশি আঁচড়ের কারণ হতে পারে।

বেকিং সোডায় দাগ দূর

একটি পাত্রে ২ ভাগ বেকিং সোডা ও ১ ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে পরিষ্কার নরম কাপড় দিয়ে আঁচড়ের ওপর লাগাতে হবে। পরে আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে সেই পেস্ট মুছে ফেলতে হবে।

টুথপেস্টের ব্যবহারবেবি পাউডার দিয়ে দাগ দূর

মোবাইল ফোনের দাগ দূর করতে বেবি পাউডার ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতি ব্যবহার করতে অল্প বেবি পাউডারের সঙ্গে পানি মিশিয়ে টুথপেস্টের মতো পেস্ট তৈরি করে নিতে হবে, যা দাগ ঢাকতে সক্ষম হবে। বেকিং সোডার মতো করেই বেবি পাউডার ব্যবহার করা যায়।

কাজে লাগে ভেজিটেবল ওয়েল

ছোট ও লুকানো আঁচড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ভেজিটেবল অয়েল, যা সাময়িক সমাধান হিসেবে ভালোই কাজ করে। আঁচড়ের ওপর এক ফোঁটা অয়েল নিয়ে মুছে ফেললে দ্রুত কসমেটিক ফিক্স হিসেবে কাজ করে।

অন্যান্য

মোবাইল ফোনের দাগ, আঁচড় দূর করার জন্য আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে, যার মধ্যে গাড়ির আঁচড়ের দাগ দূর করার ক্রিম টার্টল ওয়্যাক্স, ৩এম স্ক্র্যাচ ও সোয়ার্ল রিমুভার ব্যবহার করা যাবে। এ ছাড়াও ডিম ও পটাশিয়াম অ্যালুমিনিয়ামের মিশ্রণ কাজে লাগে। ব্র্যাসো, সিলভোর মতো পলিশ দিয়েও কাজ চালানো যায়।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোস্টটি পড়ার জন্য! দেখা হবে আগামি পোস্টএ আল্লাহ হাফেজ..

 

মোট পৃষ্ঠাদর্শন

Blogger news

Blogroll

Blog Archive

Blogger দ্বারা পরিচালিত.