মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

Register আপনিও লিখুন

মানস্মত ক্রিয়েটিভ ও মেধাবী টিউনারদের নতুন ঠিকানা হলো বাংলা হেল্প ব্লগ

বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানও প্রযুক্তির বাংলা কমিউনিটি সাইট গড়ার লক্ষে্য তৈরি হল বাংলা হেল্প ব্লগ বাংলা হেল্প ব্লগ বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তিসহ সকল শিল্প চর্চায় এক নতুন বিপ্লব তৈরি করতে যাচ্ছে বাংলা হেল্প ব্লগ থেকে প্রতিনিয়ত জন্ম হচ্ছে লাখো ফ্রিল্যান্সার, আইসিটি পেশাজীবি, আইটি অভিজ্ঞ এবং Greeks & Nerds.

 স্প্যামার ও স্ক্যামারদের জন্য এই ব্লগ নিষিদ্ধ।

বাংলা হেল্প ব্লগ এখানে স্পামপিং করা হলে তার বিরুদ্ধে অয়েব সাইট কর্তৄপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।স্প্যামারদের বিরুদ্ধে রুখে দাড়ানোর একমাত্র কৌশল মানসম্মত টিউন করা।
বাংলা হেল্প ব্লগ এ পোস্ট করার নিয়মঃ
১। প্রথমে আপনাকে জয়েন করার জন্য Registration Form যেতে হবে এবং সেখানে আপনার জিমেল ঠিকানা দিতে হবে।
২। আপনার ইমেলে একটি মেইল আসবে বাংলা হেল্প ব্লগ হেল্প ব্লগ থেকে। তারপর আপনাকে স্বীকার বা একসেপ্ট করতে হবে। আপনি দেখতে পাবেন আপনার ব্লগার ড্যাশবোর্ডে বাংলা হেল্প ব্লগ এর ব্লগ টি দেখতে পাচ্ছেন।
৩। এখন নিউ পোস্ট এ ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন পোস্টের পেজ।
৪। এখানে আপনি আপনার ওয়েব সাইটের ব্যাকলিংক দিতে পারবেন কিন্তু একটি বা দুটির বেশি নয়। স্পাম্পিং করলে আপনি বাতিল বলে গন্য করা হবে।
৪। আপনি রেফারাল লিংক ব্যবহার করতে চাইলে আপনাকে একটু বড় সাইজের পোস্ট করতে হবে।
৫। কারও পোস্ট বা টিউন কপি পেস্ট করা যাবে না।

আপনার শুভ কামনা রইল..................

Ditulis Oleh : Unknown // ১:২৩ PM
Kategori:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

মোট পৃষ্ঠাদর্শন

Blogger news

Blogroll

Blogger দ্বারা পরিচালিত.